শামসুজ্জামান শামস ক্রীড়া-বিষয়ক বই ‘হোয়াইট ওয়াশ থেকে বাংলাওয়াশ’। মূলত ‘হোয়াইট ওয়াশ’ শব্দটির বাংলা অর্থ হচ্ছে ধবল ধোলাই। ক্রিকেটে হোয়াইট ওয়াশ শব্দটি বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডকে দুই দু’বার বাংলাওয়াশ (হোয়াইট ওয়াশ) করছে। ক্রিকেটারদের কল্যাণে বাংলা ওয়াশ শব্দটি এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের পত্র-পত্রিকায়ও বাংলা ওয়াশ শব্দটি ছাপা হয়েছে। বাংলা ওয়াশের প্রবর্তককে এ নিয়ে কৌতুহল জাগা অস্বাভাবিক নয়। ২০১০ সালে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়েছিল তখন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার আতাহার আলী খান হোয়াইট ওয়াশ না বলে বলেছিলেন,‘টাইগাররা কিউইদের নিউজিল্যান্ডকে চার ম্যাচে হারিয়ে বাংলাওয়াশ করেছে।