‘কর্মযোগের আদর্শ’ হলো স্বামী বিবেকানন্দের একটি বক্তৃতার অংশ। এটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয় ‘কর্মযোগ’ নামে। এটি ইংরেজি ভাষায় ১৮৯৬ সালে নিউইয়র্ক থেকে প্রকাশিত হয়। ১৮৯৫ সালের ডিসেম্বর ও ১৮৯৬ সালের জানুয়ারি মাসে নিউইয়র্ক সিটির ২২৮ ওয়েস্ট ৩৯তম স্ট্রিটের ভাড়া বাড়িতে বিবেকানন্দ কয়েকটি বক্তৃতা দেন। তাঁর বন্ধু ও সমর্থকরা জোসেফ সোসিয়া গুডউইন নামে এক পেশাদার স্টেনোগ্রাফারকে (তিনি পরে বিবেকানন্দের
শিষ্য হয়েছিলেন) নিযুক্ত করেন। গুডউইন কয়েকটি বক্তৃতা রেকর্ড করে রাখেন। এগুলোই ১৮৯৬ সালে ‘কর্মযোগ’ বইটিতে প্রকাশিত হয়।
“Good ” - Biplab Mallik
“ ” - Das Uttom
“ ” - Sujit Kumar Biswas
“ ” - Forhad D MP