‘কর্মজীবনে বেদান্ত’ স্বামী বিবেকানন্দের ধর্মবিষয়ক একটি বক্তৃতা। ১০নভেম্বর, ১৮৯৬ সালে লণ্ডনে প্রদত্ত এ ভাষণটি গ্রন্থকারে প্রকাশিত হয়। এতে বিবেকানন্দ বলেন, “আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে, কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন—বেদান্ত বলেন, এক প্রাণ সর্বত্র বিরাজিত। ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ঐগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে।
“ ” - Robi User
“ ” - X-tra Thought
“ ” - Dilruba Jesmin
“ ” - Parthib Goswami