logo
0
item(s)

বিষয় লিস্ট

এস. এম. আহসান মুর্শেদ এর নজরুল-সংগীত স্বরলিপি - ৪১তম খণ্ড

নজরুল-সংগীতের বর্তমান সমস্যাটি  অনেক বড় তা হলো গানের বাণী ও সুরের বিকৃতি। ১৯৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত নজরুলের সুস্থাবস্থায় তাঁর নিজের দেওয়া সুরে এবং অন্যের দেওয়া কবির অনুমোদিত সুরে যে-সব গান রেকর্ড করা হয়েছিল এবং খ্যাতনামা কণ্ঠশিল্পীদের কণ্ঠে যে-সব গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, গত কয়েক দশকে সে-সব গানের বাণী ও সুর যথেষ্ট পরিমাণে বিকৃত হয়েছে। শিল্পীদের কণ্ঠে গীত গানের বাণী ও সুর অনুসরণ না করার ফলেই নজরুল-সংগীতের এইরূপ বিকৃতি এবং তার বাণীরূপের বিপর্যয় ঘটেছে। বিকৃতি রোধে তথা নজরুল অনুমোদিত সুর সংরক্ষণ ও প্রশিক্ষণের মাধ্যমে প্রচারের জন্যে নানা কার্যক্রমে সক্রিয়ভাবেই নিয়োজিত নজরুল ইন্সটিটিউট। ‘নজরুল-সংগীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ’ কর্তৃক শুদ্ধতা যাচাই, প্রমাণীকরণ, সত্যায়ন ও অনুমোদনের পর এই প্রামাণ্য নজরুল-সংগীত স্বরলিপি একচল্লিশতম খণ্ড প্রকাশিত হলো। স্বরলিপিকার এস.এম আহসান মুর্শেদ।

 

সংশ্লিষ্ট বই

পাঠকের মতামত
রিভিউ লিখুন
রিভিউ অথবা রেটিং করার জন্য লগইন করুন!