‘ভ্যাম্পায়ার অ্যাক্রস দ্য হল’ একটি হরর ছোট গল্প। বাংলায় ভাষান্তর করেছেন রাব্বি উস সানী। বইটির অনেক গুলো সিকুয়েল রয়েছে। তবে এর মূল চরিত্রের নাম ডেইজি মেলন। এ বইটিতে মোট তিনটি গল্প আছে। গল্প গুলো হলো- ভ্যাম্পায়ার অ্যাক্রস দ্য হল, দ্য মারমারিং লিফট ও দ্যা এক্সচেঞ্জ।
“ ” - Bookworm