মোট পাতা: 96
বিষয়: মুক্তিযুদ্ধ
আমরা তিনজন একসঙ্গে আড্ডা দিই। জুনায়েত, রাতুল আর আমি মিশুক। আমরা এলাকায় ত্রিরত্ন হিসেবে পরিচিত হয়ে উঠেছি। যে যাই বলুক, ত্রিরত্ন পরিচয়টা আমার কাছে ভালোই লাগে। যেখানেই যাই তিনজনই যাই। সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় রাতে তিনজনে একসঙ্গে সব জায়গায়। একেবারে যে খাতির আমাদের মধ্যে, তা কিন্ত নয়। আমরা মাঝেমধ্যে চমৎকার মারামারিও করি। এই তো সেদিন ফুটবল খেলতে খেলতে আমার পায়ে বল। আমার বিপক্ষে খেলছে রাতুল। কোত্থেকে রাতুল এসে আমার পায়ের বল কেড়ে নিতে এলো। ড্রিবলিং করতে করতে হঠাৎ আমার পায়ে মারে বাড়ি। আমিও উল্টো মারি ওর পায়ে। বেচারা চিৎপটাং হয়ে পড়ে মাঠের উপর। ওর দলের খেলোয়াড়রা আমাকে মারতে আসে আরকি! কিন্তু রেফারির কারণে বেঁচে যাই সে যাত্রায়।