টেনিদার বীরত্ব তো জগৎবিদিত। তো, এবার টেনিদা চলেছে এক ভূতবাংলোয় বেড়াতে। সঙ্গে যথারীতি প্যালা, ক্যাবলা আর হাবলু। পথে দেখা সাধু ঘুটঘুটানন্দের সাথে, যার হাতে এক সন্দেহজনক হাঁড়ি আর যাতে আছে 'যোগসর্প'। এদিকে ভূতবাংলোয় দিনে-দুপুরে কে যেন ঢিল মারে, মাঝরাতে শোনা যায় পৈশাচিক অট্টহাসি। তার উপরে এক সকালে উধাও হলো হাবলু। সুতরাং রহস্য উদ্ঘাটন করে হাবলু উদ্ধারে নামলো টেনিদা। কি হবে এবার? বুঝতেই পারছেন, জানতে হলে পড়তে হবে হাসির রাজা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'চারমূর্তি'।