টি জেড লেভিনের লেখা ‘সক্রেটিস থেকে সার্ত্রে : দার্শনিক অন্বেষা’ একটি দর্শন গ্রন্থ। অনুবাদ করেছেন শফি বাশার খান। দর্শন অধ্যয়নের কী প্রয়োজন? দর্শনের প্রতি আক্রমণ বা দর্শনহীন জগৎ কল্পনা করার চেষ্টা করে দেখুন তো কি হয়? এই গ্রন্থে ছয়জন দার্শনিকের রচনাবলী এবং মানুষ, প্রকৃতি, ঈশ্বর, ইতিহাস, সত্য, নীতিশাস্ত্র এবং রাজনীতি সম্বন্ধে তাদের মতামত পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে।
“ ” - nurul ambia
“ ” - Irrfan Ahsan