কথাসাহিত্যিক ফরিদ উদ্দিন খাঁ রচিত জ্বলন্ত প্রেম ১৩৪৭ সালে দ্বিতীয় প্রকাশের সময় ভূমিকায় বরেণ্য শিক্ষাবিদ, ভাষাবিদ, ভাষাগবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এক মন্তব্যে বলেছিলেন, ‘জ্বলন্ত প্রেম পুস্তকখানি একটি গদ্যকাব্য। আবেগময়ী জ্বলন্ত ভাষায় প্রেমিকের হৃদয়ের উচ্ছ্বাস ইহার পত্রে পত্রে ছত্রে ছত্রে ব্যক্ত হইয়াছে। তিনি আরও বলেছিলেন, উদ্ভ্রান্ত প্রেম-এর পর বঙ্গভাষায় ইহা এক অপরূপ রসরচনা’ বাংলা সাহিত্যে এমন কিছু কিছু প্রতিভাবান ও গুণীশিল্পী ছিলেন যাঁদের সৃজনশীল সাহিত্যকর্ম ও তাঁদের কর্ম আজ অবহেলিত, অনালোচিত ও অমূল্যায়িত অবস্থায় সাধারণের দৃষ্টিসীমার বাইরে রয়ে গেছে। এসব সাহিত্যিকের কর্ম সামাজিক অবস্থার সাথে প্রাসঙ্গিক তো বটেই চিরায়তও বলা যায়। ‘জ্বলন্ত প্রেম’ তেমনি একটি গ্রন্থ।
“ ” - Taufique Mohiuddin