অনিন্দ্য আরিফের লেখা ‘চার্লি চ্যাপলিন’। মহান শিল্পী চ্যাপলিনের পরিচিতি মূলক একটি গ্রন্থ। চার্লস স্পেনসার চ্যাপলিনকে নিয়ে যত আলোচনা বিগত বছরগুলোতে হয়েছে, সমগ্র চলচ্চিত্র চিন্তা নিয়েও বোধহয় এতটা হয়ে ওঠেনি। একশ আটাশ বছরের শেষভাগে চ্যাপলিনের বঞ্চনার শৈশব, ভাগ্যান্বেষী যৌবন, এলোমেলো পারিবারিক জীবন, চলচ্চিত্রকে নতুন ভাষা দেওয়ার উদ্যম, তাঁর চলচ্চিত্রের আলোচনা উঠে এসেছে বইটিতে। বার্নাড শ’ যাকে বলেছেন ‘চলচ্চিত্র শিল্পের একমাত্র প্রতিভা’, আলেকজান্ডার উলকটের মতে ‘বিশ্বের শ্রেষ্ঠশিল্পী, তাঁর মতো শিল্পী আগেও হয়নি, পরেও হবে না’, পিটার কোটস বলেছেন, ‘আধুনিক যুগের প্রথম শিল্পী’, মোট কথা সেই বিরলতম প্রতিভার চার্লি চ্যাপলিনের সংক্ষিপ্ত একটি পরিচিতি তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।
“ ” - samiha sultana