তাওহীদুল ইসলাম বাবুর লেখা রহস্যময় গল্প ‘অশান্ত সাগর।’ সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যায় বন্ধুরা মিলে হঠাৎ তাদের তুলে নেয় রশিদ ডাকাত নামে এক জলদস্যু। রশিদ ডাকাত সারা দিন তাদের বোটে চড়িয়ে ঘুরেছে। এরপর তুলে দেয় এক বিদেশি জাহাজে। জাহাজে সবার একরাত কাটে না খেয়ে। জাহাজে চড়ে তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তাও জানা নেই তাদের। এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বইটি পড়লে।