মানুষ কতোদিন আগে জন্মেছে এই পৃথিবীতে? নানান গবেষণা শেষে বিজ্ঞানীরা হিসাব বের করেছেন- আনুমানিক দুই লক্ষ চল্লিশ হাজার বছর আগে! সৃষ্টির পরেই 'মানুষ' হয়ে ওঠেনি মানুষ। ধীরে ধীরে বিবর্তিত হয়েছে; রূপে, গুণে নানাভাবে। কিংবদন্তী শিশুসাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় তাঁর 'মানুষের প্রথম এ্যাডভেঞ্চার' বইয়ে মানুষের মানুষ হয়ে ওঠার কথাই বর্ণনা করেছেন শিশু-উপযোগী তুলনা আর উপমার মধ্য দিয়ে।
“ ” - Imrul Kayes
“ ” - Bookworm
“ ” - Anjon Das
“ ” - Rupa