বাংলা গানের সকল শাখা-প্রশাখায় নজরুলের ছিল অবাধ বিচরণ। ফলে তাঁর সঙ্গীতকীর্তির শ্রেণীগতমান আজো শীর্ষস্থানটি দখল করে আছে। তবে নজরুল-সঙ্গীত সম্পর্কে গবেষণাধর্মী, বিশেষ করে নজরুলের লোকাঙ্গিক শ্রেণীর গান নিয়ে বিষদভাবে গবেষণা বা আলোচনা খুব বেশি হয়নি। এ ছাড়া নজরুলের হাসির গান ও দেশাত্মবোধক গান এবং স্বদেশী, উদ্দীপনামূলক, জাগরণীমূলক, ভক্তিমূলক ইত্যাদি গান বিষয়ে পৃথক ও বস্তুনিষ্ঠ আঙ্গিকে গবেষণা হওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকে শাস্ত্রীয় ধারাপুষ্ট নজরুলের গানের অন্তর্নিহিত সাঙ্গীতিক কীর্তি ও ভাবৈশ্বর্যের ভেদ-বিশ্লেষণের জন্য লেখক এই বইটি রচনা করেছেন। গ্রন্থটি নজরুল সংগীত চর্চায় শিল্পীদের সহায়ক ভূমিকা পালন করবে।