জে. আর. আর টোলকিনের লেখা ‘দি হবিট’। একজন বাবা তার সন্তানকে শোনানোর জন্য গল্প লিখেছিলেন, পরবর্তীতে সেই গল্প দুনিয়া জয় করেছে।
‘দি হবিট’ এমনই একটা গল্প। একদিন পরীক্ষার খাতা দেখছিলেন টোলকিন। একটা খাতায় খালি পৃষ্ঠা পেয়ে মনের অজান্তেই লিখে ফেললেন এই বইয়ের প্রথম লাইন। লেখার পর বেশ কয়েকজনকে পড়তে দিয়েছিলেন টোলকিন, এদের মধ্যে একজন ছিলেন আরেক বিখ্যাত লেখক সি এস লিউইস। প্রফেসর টোলকিন এই গল্প লেখা শুরু করেছিলেন ১৯৩০ সালের প্রথম দিকে। লেখা শেষ করেন ১৯৩২ সালে। ‘দি হবিট’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে। ১৯৫১ সালে বইয়ের দ্বিতীয় সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনেন লেখক। ঐ সময় ‘দি লর্ড অব দা রিংস’ নিয়ে কাজ করছিলেন। ‘দি হবিট’ আর ‘দি লর্ড অব দা রিংস’-এর স্টোরি লাইনে মিল আনার জন্যই পরিবর্তনটুকু আনা হয়েছিল।
“ ” - Shahriar Nashid