বন্দে আলী মিয়ার লেখা ‘কোরাণের গল্প’ একটি ইসলামি শিক্ষা বিষয়ক বই। বইটিতে বেশ কিছু ইসলামিক সত্য ঘটনার বিবরণ দিয়েছেন লেখক। তার মধ্যে আছে, আদি মানব ও আজাযিল,হাবিল ও কাবিল, স্বর্গ চ্যুতি, মহাপ্লাবন,আদজাতির ধ্বংশ, ছামুদ জাতির ধ্বংশ, বলদর্পী নমরুদ, হাজেরার নির্ব্বাসন,কোরবানি, কাবাগৃহের প্রতিষ্ঠা, ইউসুফ ও জুলেখা, শাদ্দানের বেহেস্ত, পাপাচারী জমজম,কৃপন কারুণ,ফেরাউন ও মুসা।