লোকে বলে, বাইন্দার বিলে দেড়মণি শোল, গজার মাছ পাওয়া যায় না শুধু। অভিশপ্ত সেই পানির নিচে আছে হাজার বছরের পুরোনো গুপ্তধনে ঠাসা এক যখের সিন্দুক। শেকল দিয়ে সে টেনে নিয়ে যায় বিলে নামা মানুষদের। অনেকে নাকি দেখেছেও সেই ঘটনা। তেমনই এক ঘটনার খোঁজে নিহিলিন ক্লাবের দুই প্রতিভা সাদিকুল হক আর রাদি হাজির হলো বাইন্দার বিলে। বিলের মাটিতে পা রাখার কিছুক্ষণের মধ্যেই খুন হলো পথপ্রদর্শক কিশোর আব্দুল্লা। বিলের মধ্য থেকে উঠে এলো পিরালী কবিরাজ। হচ্ছেটা কী আসলে? চলুন তাহলে, লেখক ও কার্টুনিস্ট মেহেদী হকের 'মীনপিশাচ' নামের সাই-ফাই কমিক্সের অত্যাশ্চর্য দুনিয়ায় ভেতর দিয়ে দেখা যাক ঘটনার শেষটুকু।