ভূত বলে কি সত্যিই কিছু আছে নাকি এ শুধু ইল্যুশন আর হ্যালুসিনেশন চিরদ্বন্দ্বের সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেনি; যেমনটা আমিও পারিনি। গভীর রাতে বন্ধ ঘরে বা তেপান্তরে ঘটে যাওয়া কিছু অলৌকিক বা অতিলৌকিক ছোটগল্পের সঙ্কলন 'শিকার'। সবগুলোই বিভিন্ন পত্রিকা ও ব্লগে প্রকাশিত ও সমাদৃত। আশা করি, সঙ্কলনটাও সমান আদরনীয় হবে।
“ ” - Rakibul Dolon