‘বাংলাদেশে/র চলচ্চিত্র’ বিধান রিবেরুর লেখা চলচ্চিত্র-বিষয়ক প্রবন্ধগ্রন্থ। সংকলিত প্রবন্ধগুলোতে মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, পুরুষতন্ত্র, জঙ্গীবাদ ও সাধারণ মানুষের কথা ঘুরেফিরে এসেছে। প্রত্যয়গুলো বিবেচনাতে নিয়েই পাঠকের জন্য ১৭টি রচনা বাছাই করা হয়েছে এই বইতে। গ্রন্থটিতে বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে পাঠক ন্যূনতম একটি ধারণা পাবেন—বাংলাদেশের চলচ্চিত্র কোথা থেকে কোথায় এসেছে বা কোথায় যাচ্ছে। তবে গত চার কি পাঁচ বছরে বাংলাদেশে মূল বাণিজ্যিক ছবির বাইরে বেশ কিছু ছবি নির্মিত হয়েছে, যা নিঃসন্দেহে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়।
“Great Book ” - Shohid