মনি হায়দারের
লেখা ‘বঙ্গবন্ধু
ও রাসেলের গল্প’ একটি গল্পগ্রন্থ। বঙ্গবন্ধু ও রাসেলকে নিয়ে লেখা এ গল্পে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অপরিসীম অবদান ও বাঙালি জাতিকে নিয়ে তাঁর আশা,
স্বপ্ন-স্বপ্নভঙ্গ ও স্বীয় পুত্র রাসেলসহ সপরিবারে নিহত হওয়ার ঘটনা ও ইতিহাসের আখর থেকে নানা টুকরো টুকরো স্মৃতি ও কাহিনি নিয়ে লেখক তুলে এনেছেন। উনিশটি গল্প দিয়ে সাজানো গ্রন্থটি গল্পকার যেন বঙ্গবন্ধু ও রাসেলকে নিয়ে কোনো আখ্যান রচনা করেছেন।