‘প্রাগের ঠাকুরোভা, লবণপুরের মোজার্ট’ শাকুর মজিদের ভ্রমণকাহিনি। প্রাগ চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় আর পুরো ইউরোপের মধ্যে ১৪তম বৃহত্তম শহর। এই শহরে প্রায় ২৩ লাখ লোকের বাস। প্রাগ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাচীন সভ্যতার নগরী। বিংশ শতাব্দীর বিশের দশকে রবীন্দ্রনাথ প্রাগে এসে এখানকার সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন। রবীন্দ্রনাথের নামে এখানে একটি এভিনিউর নামকরণ করা হয়েছে—THAKUROVA . এছাড়া লেখক বইটিতে লবণপুরের মোজার্টের বর্ণনা দিয়েছেন সাবলীলভাবে।
“ ” - Sudipta