‘পেশা যখন বিক্রয় সাফল্যের সাত-সতেরো’ রাজিব আহমেদের পণ্য বিক্রির কলাকৌশল-বিষয়ক বই। মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অতি বিলাসী পণ্য সবই আমাদের হাতের নাগালে এবং এ অসাধ্যকে সাধন করেছেন বিক্রয় পেশাজীবীরা। ক্রেতা কী চান, আগে সেটা বুঝতে হবে। সেই অনুযায়ী পণ্যের বর্ণনা তুলে ধরতে হবে। গাড়ি বিক্রেতা আর সাবান বিক্রেতার উপস্থাপনা কিন্তু একরকম হলে চলে না। একই পণ্য কার কাছে কিভাবে বিক্রি করতে হয়, তার সঠিক কৌশল না জানলে সফলতা আসবে না। এসব বিষয়ে আলোকপাত করা হয়েছে বইটিতে।