‘ইসলামী আকীদার মৌলিক বিষয়সমূহ’ মূল রচয়িতা ডা. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং সার-সংকলক প্রকৌশলী মো. শামসুল হক চৌধুরী। বইটি মূলত ইসলামীভিত্তিক। আমাদের দেশের মুসলিমগণের এক বৃহৎ অংশের ধর্ম পালনের প্রচলিত ধারা হচ্ছে ‘মকসুদুল মু’মিনীন’ বা ‘বারো চান্দের ফযীলত’ জাতীয় বইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সারা বৎসর ফরয-ওয়াজিব ও সুন্নাত ইবাদাতের আদিষ্ট কর্তব্য যথাযথ পালন না করে কয়েকটি বিশেষ দিন বা রাতের ইবাদাতের মাধ্যমে অতি সহজে বেহেশত লাভ করার সংক্ষিপ্ত পথের সন্ধান করা। এর একটি মূল কারণ হচ্ছে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ঈমান বা আকীদার শিক্ষা ব্যবস্থার অনুপস্থিতি। অন্যান্য কারণের মধ্যে আছে সমাজে বিভিন্ন ভ্রান্ত আকীদার অনুপ্রবেশ ও ধর্মীয় বিশুদ্ধ বই পড়ার আগ্রহের অভাব। বইটির বৃহৎ কলেবর, সংক্ষিপ্ত সংস্করণ প্রণয়ন। আকীদা বিষয়ে জ্ঞানও বৃদ্ধি পাবে এবং এ সকল প্রান্তিক পাঠকের আগ্রহ জন্মাতেও সহায়ক হবে। বইটিতে আকীদার মৌলিক কোন বিষয় বিসর্জন দেয়া হয় নি, কেবল সাধারণ পাঠকের কথা বিবেচনা করে কিছু বিষয়ের সুদীর্ঘ ব্যাখ্যা-বিশ্লেষণ সংক্ষিপ্ত করা হয়েছে এবং বেশীর ভাগ ক্ষেত্রে মৌলিক বিষয়ের পাঠ্যগুলি হুবহু উদ্ধৃত করা হয়েছে।