‘খুকি ও আজব পাখি’ জাহিদ কাজীর শিশুদের গল্পের বই। বিশাল ডানাওয়ালা পাখি খুকির ভাইকে ছোঁ মেরে নিয়ে গেছে। খুকি হন্যে হয়ে ঘুরছে আর মেঘ, পাহাড় সবার কাছে তার ভাইয়ের সন্ধান দেওয়ার মিনতি জানাচ্ছে। শেষে একটি ছোট মেঘ খুকির ভাইকে ফিরিয়ে দিল। গ্রীষ্মের দাবদাহে চারদিক ফেটে চৌচির। বালক তাই সাগরের কাছে বৃষ্টির আকুতি জানাচ্ছে। আরেকটি গল্পে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।