ক্রিকেটের উপর লেখা শহিদুল আজমের ‘বিজয় পতাকা : কুয়ালালামপুর থেকে ইংল্যান্ড’। ১৯৯৭-এর ৯ এপ্রিল, কুয়ালালামপুরের মাঠে রচিত হয় নতুন ইতিহাস। স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো পৌঁছে যায় শতাব্দীর শেষ বিশ্বকাপে। শুধু তা-ই নয়। প্রথমবারের মতো বাংলাদেশ জয়লাভ করে আইসিসি ট্রফি। এর দুবছর পর ইংল্যান্ড বিশ্বকাপ। সেখানেও বাংলাদেশ হারিয়ে দেয় স্কাটল্যান্ড আর পাকিস্তানকে। তার-ই বিজয়গাথা নিয়ে লেখা ‘বিজয় পতাকা : কুয়ালালামপুর থেকে ইংল্যান্ড’।