উপমহাদেশের কালজয়ী গণিতবিদ রামানুজনকে নিয়ে লেখা রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘রামানুজন : গণিত ও নিয়তি’। 1+2+3+4+...=-1/12 = infinity = God under my theory. এই সমীকরণটিকে ঘিরেই ছিল মূলত রামানুজনের সারাজীবনের গণিতচর্চা। তাঁর অনন্য মেধা ও অকৃত্রিম প্রতিভা বিস্ময় সৃষ্টি করেছিল সর্বকালের শ্রেষ্ঠ ইংরেজ গণিতবিদ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গণিতাচার্য জি এইচ হার্ডি, গণিতের আর এক দিকপাল লিটলউডকে। সর্বকালের গণিতের শ্রেষ্ঠ এক দিকপাল রামানুজনের সম্পর্কে জানতে এই উপন্যাসটি সহায়তা করবে।
“ ” - Arefin Rafee