রতনতনু ঘোষের লেখা ‘কথাচিরন্তন’ বাণীসংবলিত একটি গ্রন্থ। বাণী মহৎ মনোভাব গঠনে ভূমিকা রাখে কিংবা চেতনার পুনর্গঠনে কাজে আসে। কিছু কথায় থাকে দুঃখ, যন্ত্রণা, দ্রোহ, দাহ, নিরাশা ও হতাশা। নেতিবাচক আবেগ বিচিত্র কথার ভেতর ছড়িয়ে পড়ে। কিছু কথায় থাকে স্বপ্ন, কল্পনা, সুখ, স্বস্তি, তৃপ্তি ও প্রশান্তির পরিপূর্ণত। বাক সংলাপে, সুচিন্তিত বক্তব্যে, মেধাবী আড্ডায়, ঘরোয়া কথোপকথনে ছড়ায় আবেগ ও যুক্তির বিচিত্র জালে যাবতীয় চিন্তনপ্রক্রিয়াকে। আত্ম-আকাঙ্ক্ষার ওপর ন্যস্ত করে ত্রিকালকেও ভাষ্যময় করা যায়। এ গ্রন্থের বাণীগুলো জীবনযাপনের পথপরিক্রমায় উপলব্ধির জাগরণ ঘটবে বলে লেখক বিশ্বাস করেন।