সাংবাদিক তুষার আবদুল্লাহর লেখা ‘রিপোর্টারের সোর্স’সাংবাদিকতা শিক্ষণীয় বিষয়ক একটি বই। রিপোর্টারের কাছে খবর আসবে দশদিক থেকে। খবর আহরণে রিপোর্টার সর্বত্র পেতে রাখে মাকড়সার জাল। এই জাল রিপোর্টারকে যুক্ত রাখে তার সোর্সদের সঙ্গে। এটাই রিপোর্টারের খবর সংগ্রহ বা কাজ সম্পর্কে সাধারণ ধারণা। একজন সাংবাদিককে সংবাদের ফেরিওয়ালা হয়ে উঠতে কীভাবে নিজেকে আগে সোর্সের রাখাল হয়ে উঠতে হবে, সেই মন্ত্রগুলোই উপস্থাপন করা হয়েছে রিপোর্টারের সোর্স বইটিতে।