লেখক সালেহা চৌধুরীর লেখা ‘শেষ মারবেলা’ একটি বেদনাবোধের কাহিনী আবর্তিত। আমাদের আদিমাতা তার নির্দোষবোধ হারিয়েছিল গন্ধম ফলের কারণে। শেষ মারবেলা তেমনি একটি কাহিনী। ছেলেটার সঙ্গে কথা জমে না ক্রিসের। সে অন্য জগতের, অন্য ভাবনার একজন। চিন্তার সমান্তরাল তার সঙ্গে ছেলেটার যোজন যোজন দূরে। এই ঘরে নারী বিবর্জিত জীবনে ক্রিসের দিকে তাকিয়ে এক অশোভন ঈঙ্গিত করেছিল। যেমন হয়ে থাকে সচারচর নারী বিবর্জিত জীবনে। ক্রিস সিধে বাইরে গিয়ে অন্ধকারে বসেছিল। বোধকরি আর একজন নেশা আর শরীর ভাগ করে ওর সঙ্গে......।
“ ” - Dream Girl
“ ” - Mahmud Inactive
“ ” - Robi User
“ ” - Robi User