রূপকথা। দেশ, কাল ও সমাজের বাইরের এমন এক কল্পলোক যেখানে শিশুরা তো বটেই, এমনকি বুড়োরাও সমান আনন্দ পায় ঘুরে বেড়াতে। শিশুদের কল্পনার বিস্তৃতি ঘটাতে রূপকথার বিকল্প নেই। সবচেয়ে মজার বিষয় হলো, রূপকথা ও উপকথা শুধু আনন্দই দেয় না, এ থেকে সংশ্লিষ্ট দেশের লোকসমাজের বিশ্বাস, আচার, সংস্কার, সংস্কৃতি, পাণ্ডিত্য প্রভৃতি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। নানান দেশের রূপকথা/উপকথা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন দেবজ্যোতি রুদ্র। বিভিন্ন দেশের নানান স্বাদের কিছু রূপকথা ও উপকথা নিয়ে করা এই সঙ্কলন নিঃসন্দেহে পছন্দ করবে রূপকথাপ্রেমিরা।
“Good one. ” - Kamr Uzzaman
“ ” - s islam