কাজী নজরুল ইসলামের লেখা ‘কানামাছি
ও অন্যান্য’ একটি শিশুতোষ নাটিকা গ্রন্থ। ‘কানামাছি’, ‘নবার
নামতা পাঠ’, ‘সাত ভাই চম্পা’‒এই তিনটি নাটিকা রয়েছে এই গ্রন্থে। ‘নবার
নামতা পাঠ’একটি গীতিনাটিকা,
এবং
‘সাত ভাই চম্পা’ কাব্যনাটিকা। আবহমান গ্রামবাংলার প্রায়
প্রতিটি মানুষের শৈশবের একটা মজার খেলার নাম ‘কানামাছি’। কাজী
নজরুল ইসলাম সেই খেলাটিকেই শিশুদের জন্য নাট্যরূপ দিয়েছেন।