‘জুজুবুড়ীর ভয় ও অন্যান্য’ কাজী নজরুল ইসলাম এর একটি নাটিকা। প্রতিভাধর সাহিত্যিক হিসাবে নজরুলের বাংলা সাহিত্যে প্রবেশ। জেল থেকে মুক্তি পাবার পর তিনি পুনরায় সাহিত্য-সংগীত রচনায় মনোনিবেশ করেন। একে একে নজরুলের কাব্য-গ্রন্থাবলি ‘অগ্নি-বীণা’, ‘বিষের বাঁশী’, ‘সাম্যবাদী’, ‘সর্বহারা’, ‘প্রলয়-শিখা’ ইত্যাদি প্রকাশিত হয়। সেই সঙ্গে তিনি রচনা করতে থাকেন বিচিত্রধর্মী অজস্র গান ও নাটক। তিনি তাঁর বৈচিত্র্যময় জীবনের মতোই সংগীত-ভাণ্ডারকে বিচিত্র সমাহারে উদ্ভাসিত করে তুলেছিলেন।