চিঙ্গিস আইৎমাতভের লেখা ‘প্রথম শিক্ষক।’ অনুবাদ করেছেন হায়াৎ মামুদ।কির্গিজিয়া বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়ন শাসনক্ষমতার প্রতিষ্ঠা এবং শিক্ষক দিউইশেনের একক প্রচেষ্টায় প্রত্যন্ত পাহাড়ী পল্লীতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার সামান্য সংগ্রাম নিখুঁতভাবে ফুটে উঠেছে সোভিয়েত সাহিত্যের অন্যতম শক্তিশালী কার্গিজ লেখক চিঙ্গিসের লেখনীতে। বিপ্লব-পরবর্তী রাশিয়া গড়তে প্রথম শিক্ষকের আত্বত্যাগের এক শ্বাশ্বত কাহিনী আর তার প্রভাবে একটি মেয়ের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার গল্পকে উপজিব্য করে এগিয়েছে অসম প্রেমের অমর উপাখ্যান ‘প্রথম শিক্ষক।’