‘টক মিষ্টি টক শো’ তুষার আবদুল্লাহর গণমাধ্যমবিষয়ক গ্রন্থ। গণমাধ্যমে টেলিভিশন চ্যানেলের ভূমিকা ব্যাপক। টেলিভিশনে নানা অনুষ্ঠানের মধ্যে টক শো অনেক জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তার তোড়েই টেলিভিশনে বাড়ছে টক শোর সংখ্যা। সমসাময়িক নানা ঘটনা নিয়ে প্রচার হয় এসব টক শো। টক শোর অতিথি তথা টকার হিসেবে থাকেন সমাজের নানা স্তরের নানা পেশার জানাশোনা মানুষ। তারা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন দর্শকদের সামনে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে, থাকে দর্শকদের সরাসরি অংশগ্রহণ।