এ কাহিনি পিশাচ পুত্র ডেমিয়েনকে নিয়ে। এ সেই ডেমিয়েন যাকে পাঠক দ্য ওমেন বইতে পেয়েছেন। তবে সেই ডেমিয়েন এখন বড় হয়েছে এবং তার অশুভ শক্তি দিয়ে পৃথিবী ধ্বংসের এক মহাযজ্ঞে মেতে উঠেছে। তাকে বাধা দিতে গিয়ে একে একে খুন হয়ে গেলেন সবাই। এখন উপায়? কেয়ামতের দিন কি সত্যি ঘনিয়ে আসছে পৃথিবীর বুকে? সত্যি কি ধ্বংস হয়ে যাবে সাধের এই ধরিত্রী? এ প্রশ্নের জবাব পাবেন গা টানটান, রুদ্ধশ্বাস এ হরর উপন্যাসে। গর্ডন ম্যাকগিলের কাহিনি অবলম্বনে আরমাগড্ডেন ২০০০ বইটিতে।আপনাদের জন্য লিখেছেন জনপ্রিয় হরর লেখক অনীশ দাস অপু।
“ ” - Rakibul Dolon
“ ” - Bookworm