মোট পাতা: 104
বিষয়: শিশুতোষ গল্প
শিশুসাহিত্যিক আলী ইমামের লেখা ‘নীল চোখের ছেলে’
একটি ভৌতিক শিশুতোষ গল্প। লিপনের সঙ্গে ক’জন যুবক লাঠি,
বল্লম নিয়ে রওনা দেয়। কয়েকটি মশাল জ্বালানো হয়েছে। ভূতিয়ারা জেগে উঠেছে। পাখিরা ডানা ঝাপটে ওঠে। ঢিবির কাছে গিয়ে গর্তটাকে ঘিরে ফেলে লোকজন। গর্তের মুখে জাল পাতা হয়। লিপনের পরামর্শে একজন গিয়ে শুকনো মরিচ নিয়ে আসে। গর্তের মুখে শুকনো মরিচ পোড়াতে থাকে। বাতাস ক্রমশ ঝাঁঝালো হয়ে ওঠে। গর্তে সেই তীব্র গন্ধের বাতাস ঢুকতে থাকে। লোকজন তাকিয়ে রয়েছে গর্তের মুখের দিকে। এই বুঝি বেরিয়ে এলো প্রাণীটা। ঝোপ নড়ছে। গর্তের ভেতরে একটা জন্তুর চাপা গর্জন শোনা যায়। ভূতিয়ারার শয়তান প্রাণীটা আসছে।
“ ” - Bookworm