চৈতী রহমানের লেখা ‘গিরিয়া হাঁসের ডানা’ একটি শিশুতোষ গল্পের বই। একটি
গল্পে বলা হয়েছে রাতে সবাই ঘুমিয়ে আছে। একটা সময় ছোট্ট মেয়ে মিমি বিছানা ছাড়ে। পা টিপে টিপে
গিরিয়া হাঁসের খাঁচার কাছে যায়। খাঁচাটি নিয়ে সে উঠে যায় ছাদে। ছাদ ভেসে যাচ্ছে
জোছনায় আর ছাতিমফুলের গন্ধে। খাঁচার দরজা খুলে সে বের করে আনে গিরিয়া হাঁসকে।
পালকে আদরের আঙুল বুলায়। বলে তাকে উড়ে যেতে। গিরিয়া হাঁস কয়েকবার ডানা ঝাপটে গিয়ে
বসে ছাতিমের ডালে। তাকায় মিমির দিকে। যেন বিদায় সম্ভাষণ জানাচ্ছে। তারপর সে চাঁদ
ছুঁয়ে উড়ে যায় অজানার উদ্দেশ্যে।