দুর্গাপূজা বাঙালীর ঐতিহ্যগুলোর অন্যতম। দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই এই আনন্দ আয়োজনে সামিল হয় বলে দুর্গাপূজাকে বলা হয় ‘সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব’। ধনী-গরীব, জাত-জাতি, ধর্মাধর্ম ইত্যাদি সমস্ত ভেদাভেদ ভুলে মন্ডপে মন্ডপে চলে আনন্দময়ীর আগমনী স্তুতি। দেবী দুর্গা ও দুর্গাপূজার নানান দিক নিয়েই ‘আনন্দময়ীর আগমনে’। বিভিন্ন কোণে লেখা দুই বাংলার লেখকদের রচনাগুলো সঙ্কলন করেছেন দেবজ্যোতি রুদ্র।
“ ” - Shovon Karmokar
“ ” - Parthib Goswami
“ ” - MD Shameem Hossain
“ ” - Princess lia