আকাশের ওপরে কী আছে, সে কথা মানুষ জানতে চাইছে সেই আদিকাল থেকে। কিন্তু কী করে জানা যায় আকাশের ওপরকার কথা? আগের দিনে আমাদের ওপরকার আকাশ সম্বন্ধে বিজ্ঞানীরা পরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতিসুদ্ধ রকেট পাঠিয়ে। আজ মানুষ নিজেই নভোযানে চেপে সফর করছে পৃথিবীর ওপরে বহু দূর পর্যন্ত। পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে। পৃথিবীর ওপর দু’শ-তিন’শ কিলোমিটার বা তারও অনেক বেশি ওপর দিয়ে ঘুরছে অসংখ্য নভোযান। যেখান দিয়ে নভোযান ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে। জনপ্রিয় বিজ্ঞান-লেখক
আবদুল্লাহ আল-মুতী ‘আকাশ অনেক বড়’ গ্রন্থে অসাধারণ ভাষা ও বর্ণনাশৈলীর মাধ্যমে বিজ্ঞানের জটিল, শুষ্ক ও নীরস বিষয়কেও করে তুলেছেন অপূর্ব মনোগ্রাহী। তাঁর এ রচনার প্রসাদগুণ সকল বয়সের পাঠককেই সমানভাবে আকৃষ্ট করবে ।