ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের `পকেট বাংলা ব্যাকরণ’ একটি ভাষা শিক্ষার বই। বাংলা ভাষা উচ্চারণ, কথা বানানোর নিয়ম, কথা সাজিয়ে ঠিক ঠিক অর্থ করে বাক্য তৈরির নিয়ম দেওয়া আছে বইটিতে। বাংলা ভাষার ধ্বনি ও তাদের ব্যবহার, রূপতত্ত্ব, শব্দ নিয়ে ভাবনা, পদসহ ব্যাকরণের নানা বিষয় সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে গ্রন্থটিতে। এছাড়া প্রমিত বাংলায় কথা বলার রীতি উল্লেখ করা হয়েছে বইটিতে। ব্যাকরণের খুঁটিনাটি বিষয়েও ব্যাখ্যা করা হয়েছে।