বাংলাসাহিত্যের প্রথিতযশা লেখক হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ অনবদ্য এক সৃস্টি। এই সিরিজের উপন্যাস ‘মিসির আলি UNSOLVED’ । আমরা সবাই জানি অতি বুদ্ধিমান একটি চরিত্র মিসির আলি। যেকোনো রহস্যের ভেদ করাই তার আকাঙ্ক্ষা ও চিন্তা। কিন্তু তা তিনি পারেন না। তবে একদিন ভেদ করতে পারবেন, এই আশায় তিনি রহস্যগুলো UNSOLVED খাতায় লিখে রাখেন‒এমনই কিছু রহস্যপূর্ণ গৌরবময় পরাজয়ের কাহিনী নিয়ে লেখা আটটি গল্পের বই ‘মিসির আলি UNSOLVED’। এক নিঃশ্বাসে পড়ার মতো একটি বই।