একটি দেশে ভাষার
প্রয়োগ বিভিন্নতা হতে পারে। আঞ্চলিকতার ভিত্তিতে এটা হয়ে থাকে।
আমাদের দেশে ঢাকাইয়া ভাষা অন্যতম ভাষার মধ্যে একটি। ছড়াকার আসলাম সানী তার ‘ঢাকাইয়্যা ছড়া’
বইটি ঢাকাইয়া ভাষায় রচনা করেন। বইটি মূলত ঢাকাকে উদ্দেশ করেই
লেখা। অর্থাৎ পুরান ঢাকার কৃষ্টি-কালচারকে ভিত্তি করেই এই
ছড়াগুলো রচিত।