মার্কস ইতিহাস, দর্শন ,সমাজ ও সভ্যতার এক বিশেষ দর্শন সৃষ্টি করে গেছেন। মার্কসবাদ শুধু অর্থনীতি, শুধু রাজনীতি অথবা শুধু দর্শন কিংবা ইতিহাসের বিবরণ নয়—মানুষের জীবনের এবং জগতের সব কিছু নিয়েই মার্কসবাদ। মার্কসই প্রথম প্লেটোর মানববাদকে স্পষ্ট ও প্রত্যক্ষ করে তোলেন। মানুষই সমাজের মূল ও সভ্যতার মাপকাঠি। দর্শন ও রাজনীতির মূল ও প্রধান ভিত্তি হলো অর্থনৈতিক পরিস্থিতি এবং সেটাই ‘মার্কসবাদ’ বইয়ে বর্ননা করা হয়েছে। মার্কসবাদ-এর লেখক মানবেন্দ্রনাথ রায়, অনুবাদ করেছেন সমরেন রায়।