চৈতী রহমানের লেখা শিশুতোষগল্পের বই
‘বিড়ালছানার মা’। বইটিতে ছোট্ট বিড়ালছানা প্রচণ্ড শীতে কাবু হয়ে তার মাকে খুঁজে বেড়ায়। কিন্তু বিড়ালছানা তার মাকে কোথাও খুঁজে পায়না। উঁকি দেয় গোয়ালঘরে, হাঁসদের ঘরে, মুরগিদের ঘরে, কুকুরের ঘরে ও মানুষের ঘরে। অবশেষে মনের দুঃখে খড়ের গাদায় গিয়ে গুটিসুটি
মেরে শোয়। শীতের শেষে এলো বসন্ত। বিড়ালছানা পেল মা। আর গিন্নি-মুরগি পেল তার ছানা। দুজনেই খুব খুশি আর আনন্দিত।