মোট পাতা: 20
বিষয়: রূপকথা
লেখক
আসলাম সানীর ‘সুখী রাজার তিনটি ছেলে’ গল্পগ্রন্থ। পাখিদের কুহু কলরবে প্রাণবন্ত আবহাওয়া আর পাহাড়-সাগর-বনানীর কোলে শুয়ে আছে এক স্বপ্নরাজ্য। এই স্বর্গরাজ্যের রাজার নাম পল।
রানী ছিল
মমতাময়ী সুন্দরী
লিয়েরা। রানী লিয়েরার ছিল ফুটফুটে চাঁদের মতো তিন পুত্র ডন, রন আর জন।
রাজা পলের
সুখের সংসার। একসময় রানী কন্যাসন্তানের
জন্য আগ্রহী
হয়ে ওঠেন। কিন্তু কন্যাসন্তান ভূমিষ্ঠের পর রাজা অন্ধ হয়ে যান। রাজ্যময় নেমে আসে দুঃখ। রাজার অন্ধত্ব ঘোচাতে তিন পুত্রই হেকিম-কবিরাজের পেছনে দৌড়ান।
একপর্যায়ে ছোট
ছেলের জলপাই
ফুলের রসে
রাজা সুস্থ
হয়ে ওঠেন। আবার রাজ্যে আনন্দের ঢল নেমে আসে।