কবি ও গল্পকার অঞ্জন আচার্যের সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘কথা প্রসঙ্গে’। সাহিত্যের নানা শাখায় কাজ করে যাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে। নিজের এই সাহিত্য-পরিক্রমা নিয়ে তিনি কথা বলেছেন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে। শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে রাজনীতি-সমাজনীতি, লেখালেখির হাতেখড়ি থেকে ব্যক্তিজীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে এই সাক্ষাৎকারে। লেখকের এ চেতনাপ্রসূত আলাপন কেবল প্রশ্নোত্তরের মাঝেই সীমাবদ্ধ থাকেনি; বরং বারবার প্রকাশ পেয়েছে সমাজবাস্তবতার নানা সংগতি-অসংগতিসহ আরো অনেক কিছু।