লেখক সুনির্মল চক্রবর্তীর জাপানের রূপকথা ‘উরশিমা’ একটি শিশুতোষ গল্পগ্রন্থ। বইটিতে ৬টি গল্পের মাধ্যমে জাপানের রূপকথা বর্ণনা করা হয়েছে। উরশিমা নামে এক ব্যক্তি সমুদ্রের ধারে বাস করত। সে সমুদ্রে মাছ ধরতে গিয়ে কচ্ছপের সঙ্গে সমুদ্রের তলদেশে দীর্ঘ এক বছর বসবাস করে বাড়ি ফিরে এসে দেখে সেখানে তার তিন শ বছর কেটে গেছে—যা প্রকৃতপক্ষে জ্ঞান, ন্যায়, নিষ্ঠা ও সততার পরিচয় বহন করে বইটি।