লেখক গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ‘বিধবার দাঁতের মিশি’ একটি নাটিকাবিষয়ক বই। বইটিতে নতুন, মনোরম, উপদেশক, সমাজ-সংস্কারক, সারবিশিষ্ট অথচ বিশেষ হাস্যোদ্দীপকের
কথা বর্ণনা করা হয়েছে। এক দিন গোরাচাঁদ মদ খেয়ে একটা বোতলে মুতে এক কোণে
রেখে যান, একটু
পরে উড়ুম্বর বাবু টলতে টলতে এসে মদ খুঁজতে খুঁজতে সেই মুতের বোতলই অক্লেশে ঢকঢক
করে গিলে ফেলেন! সবাই তা দেখে অবাক, হাসি আর রাখতে পারে না কেউ। মদ খাওয়ার কুফল এই গ্রন্থটিতে উল্লেখ করা হয়েছে।
এই বইটি সমাজের মাদকাসক্তদের সংশোধনে সহায়তা করবে।