মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদের সম্পাদনায় ‘নামাজ শিক্ষা’ বইটিতে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রয়োজনীয় কিছু সুরা এবং নানা মাসলা-মাসায়েলের উল্লেখ আছে। মুসলিম উম্মাহর ওপর যখন থেকে আল্লাহতায়ালা রাসুল (সা.)-এর মাধ্যমে নামাজ ফরজ করেছেন, তখন থেকেই যে নিয়মে নামাজ আদায় করা হতো তার পূর্ণাঙ্গ বর্ণানা দেওয়া হয়েছে বইটিতে। বইটি নামাজের নিয়ম, নিয়ত, সুরাগুলো জানতে সহায়তা করবে।