বাংলা সাহিত্যে নিসর্গ রচনায় অদ্বিতীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ‘মায়া’ গল্পে এক অসাধারণ নৈপুণ্য দেখা
মেলে। গল্পটি ভৌতিক হলেও এর গঠনশৈলী ও মায়ার বাঁধনে এক অপরূপ বার্তা বহন করে। আশ্রয়হীন এক ব্রাহ্মণ তার হঠাৎ আশ্রয়ের আনন্দে আনন্দিত। যদিও সেখানে ছিল প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি। বাড়ির সীমানায় পা না দিতেই তার মনে হতো -না, সব ভুল! পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাবো? বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি! সেই থেকে আজ দু’বছর পড়ে আছি এ বাড়িতে। চক্কত্তি মশায় মাইনে-টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে-যায় না।