লেখক আনন্দ প্রসাদ আগারওয়ালা রচিত ‘চরৈবেতি’ স্মৃতিকথামূলক বইটিতে তার আত্মজীবনী তুলে ধরেছেন। তিনি লিখেছেন,—শক্তি যদি বার্ধক্যে নুইয়ে পড়া বৃদ্ধ লোকটির ব্যাগটা তুলে দিতে কোনো কাজে না লাগে, তাহলে কী মূল্য আছে সেই শক্তির? এতটা পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করা হয় তা যদি অন্ধকারে আলোই না জ্বালাল তাহলে কী লাভ ওই জ্ঞান অর্জন করে? মানুষ যত বড় হয়, বিশ্বাস তার থেকেও বেশি বড় হয়ে দাঁড়ায় নিজের সেই পরিধিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তার যা আছে সেগুলোকে উপলক্ষ করে চারপাশের মানুষ ভালো থাকবে সেটাই জীবন।